ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চাইলেন ইউক্রেনের মন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৪:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ২১১ Time View

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা টুইটারে ‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চেয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে এমিন লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের একটি টুইটে দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, ওই ছবিটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

এর আগে, রোববার টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের সঙ্গে মিল রেখে দেবী কালীর একটি ছবি পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিকে মেঘের ছবি, অন্যদিকে দেবী কালীর বিকৃত ছবি পোস্ট করা হয়। যা অত্যন্ত অবমাননাকর বলে জানান ভারতীয়রা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।

একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, জঘন্য! ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় মা কালীকে অবমাননাকর ভঙ্গিতে চিত্রিত করছে। এটি শিল্পের কাজ নয়। আমাদের বিশ্বাস তামাশার বিষয় নয়। এটি নামিয়ে নিন এবং ক্ষমা চান।

অন্য একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ১৪০ কোটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। দয়া করে এটি সরিয়ে দিন।

এমিন সম্প্রতি ভারত সফর করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর ছিল এটি।

Tag :

Please Share This Post in Your Social Media

‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চাইলেন ইউক্রেনের মন্ত্রী

Reporter Name
Update Time : ০৪:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা টুইটারে ‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চেয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে এমিন লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের একটি টুইটে দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, ওই ছবিটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

এর আগে, রোববার টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের সঙ্গে মিল রেখে দেবী কালীর একটি ছবি পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিকে মেঘের ছবি, অন্যদিকে দেবী কালীর বিকৃত ছবি পোস্ট করা হয়। যা অত্যন্ত অবমাননাকর বলে জানান ভারতীয়রা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।

একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, জঘন্য! ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় মা কালীকে অবমাননাকর ভঙ্গিতে চিত্রিত করছে। এটি শিল্পের কাজ নয়। আমাদের বিশ্বাস তামাশার বিষয় নয়। এটি নামিয়ে নিন এবং ক্ষমা চান।

অন্য একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ১৪০ কোটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। দয়া করে এটি সরিয়ে দিন।

এমিন সম্প্রতি ভারত সফর করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর ছিল এটি।