ব্রেকিং নিউজঃ
দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

নওরোজ ডেস্ক
- Update Time : ০৪:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১০৯ Time View
দুর্নীতির অভিযোগে সাত বছর আগে করা এক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।
জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।
তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। এ দিন দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
নওরোজ/এসএইচ