ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির লালকেল্লায় মেট্রো রেলস্টেশনের কাছে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ২২ Time View

ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। বিস্ফোরণে লাল কেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সন্ধ্যা প্রায় ৭ টার দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণের পর এলাকাজুড়ে মানুষের ছিন্নভিন্ন দেহ এবং গাড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে যায়।

“বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল”, বলছে দিল্লি পুলিশ। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণের কারণ নিশ্চিত জানা যায়নি। তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ঘটনাস্থলের মাত্র ৫০ কিলোমিটার দূরেই ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের দিন সোমবারেই ঘটেছে এই বিস্ফোরণ। তার ওপর বিহার রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগের দিন এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে।

লাল কেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা বলেছেন, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গেছে।

পুরান দিল্লিতে অবস্থিত লাল কেল্লা শহরের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা। সেখানে এই বিস্ফোরণকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার ছবিতে দেখা গেছে, দরজা উড়ে যাওয়া গাড়ি, টুকরো টুকরো হয়ে যাওয়া গাড়ি, মাটিতে পড়ে থাকা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহ। এমন দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

দিল্লির লালকেল্লায় মেট্রো রেলস্টেশনের কাছে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। বিস্ফোরণে লাল কেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সন্ধ্যা প্রায় ৭ টার দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণের পর এলাকাজুড়ে মানুষের ছিন্নভিন্ন দেহ এবং গাড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে যায়।

“বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল”, বলছে দিল্লি পুলিশ। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণের কারণ নিশ্চিত জানা যায়নি। তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ঘটনাস্থলের মাত্র ৫০ কিলোমিটার দূরেই ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের দিন সোমবারেই ঘটেছে এই বিস্ফোরণ। তার ওপর বিহার রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগের দিন এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে।

লাল কেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা বলেছেন, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গেছে।

পুরান দিল্লিতে অবস্থিত লাল কেল্লা শহরের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা। সেখানে এই বিস্ফোরণকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার ছবিতে দেখা গেছে, দরজা উড়ে যাওয়া গাড়ি, টুকরো টুকরো হয়ে যাওয়া গাড়ি, মাটিতে পড়ে থাকা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহ। এমন দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।