দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্মীদের হাতে লাঞ্ছিত এক অসহায় গৃহকর্মী

- Update Time : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ৩৯৫ Time View
দিনাজপুর প্রতিনিধিঃ গত ০৮/০৫/২৩ ইং দুপুর আনুমানিক ২ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেনের গভীর নলকুপ শেচের পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা কে কেন্দ্র করে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে এক গৃহকর্মী রূপালী বেগম। আহত রূপালী বেগম বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
পল্লী বিদ্যুতের কর্মীবৃন্দ নিজেকে বাঁচার তাগিদে তাহাদের ক্ষমতার দাপটে বিরামপুর থানায় মোয়াজ্জেম হোসেন সহ ৪ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। যাহা বিরামপুর থানার মামলা নাম্বার ৭। তারিঁখ ০৯/০৫/২৩ ইং। এভাবে মিথ্যা মামলের মামলা দায়ের করায় স্থানীয় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে পল্লী বিদ্যুৎ কর্মীদের উপর।
স্বরে জমিনে গিয়ে জানা গেছে মোঃ মোয়াজ্জেম হোসেনের গভীর নলকুপ – শেচের লাইন বিদ্যুৎ বিল বাঁকি না থাকার পরও পল্লী বিদ্যুতের কর্মী গভীর নলকুপ শেচের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোঃ ছাইফুল ইসলামের ও তাহার স্ত্রী বাধা দিতে গেলে মোছাঃ রূপালী বেগমের নিজ বাড়ীর বকেয়া বিলটি পরিশোধ করার জন্য পল্লী বিদ্যুৎ কর্মীদের হাতে টাকা দিলেও সে বিচ্ছিন্ন করে দেয়। আবার বলে সংযোগ বিচ্ছিন্ন করার ফি নগদ ৮০০ টাকা দিতে হবে তারপর অফিসে গিয়ে আবেদন করে অফিসে নিয়ম-কানুন মোতাবেক সংযোগ নিতে হবে। গ্রামের অসহায় মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই ছাইফুল ইসলামের ও তাহার স্ত্রী মোছাঃ রূপালী বেগম পল্লী বিদ্যুৎ কর্মীদের বলেন বিদ্যুৎ বিল নগদ দিলাম। তাহলে সংযোগ বিচ্ছিন্ন করলেন কেন। কেন জরিমানা টাকা দিবো। সংযোগ ঠিক করে দিয়ে যান। এভাবে রূপালী বেগম পল্লী বিদ্যুৎ কর্মীদেরকে বললে পল্লী বিদ্যুতের কর্মীবৃন্দ রাগান্বিত হয়ে উক্ত রূপালী বেগমকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে পল্লী বিদ্যুতের কর্মীদের উপর গ্রামবাসী চরম উত্তেজনা বিরাজ করলে পাল্টা গ্রামবাসীর একই মহল্লার তিনটি বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো তুলে নিয়ে গেছেন। আবার পাল্টা গ্রামবাসীর ৪ জনের বিরুদ্ধে ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।
এদিকে গভীর নলকুপ শেচের লাইন বিচ্ছিন্ন করায় প্রায় দেড়শত বিঘা জমির ইরি-ব্ররো ধান শেচের পানির অভাবে অসহায় কৃষকদের ধান ধ্বংসের পথে ধাবিত হবে বলে এমনটাই আশা প্রকাশ করেন অত্র কসবা সাগরপুর গ্রামের অসহায় কৃষক বৃন্দ।
এভাবে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবৈধ্য ক্ষমতার দাপট দেখানোই দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার- দিনাজপুর, দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক সহ সংশ্লিষ্ট প্রশাসনের উদ্ধোর্তন কর্মকর্তাগন সহ স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন কসবা সাগরপুরের গ্রামবাসী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়