ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ১০৯ Time View

রাজধানীর বাড্ডায় স্ত্রীকে হত্যার ঘটনায় পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কমল লাল (ধর্মান্তরিত নাম মো. ইয়াসিন)।

সোমবার (৬ জানুয়ারি) পঞ্চগড়ের বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত বিথী আক্তার গ্রেফতার কমল লালের স্ত্রী। হিন্দু ধর্মাবলম্বী কমল লাল ইসলাম ধর্ম গ্রহণ করে মো. ইয়াসিন নাম ধারণ করে বিথীকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে গত ২৫ আগস্ট কমল লালকে তালাকের নোটিশ পাঠান বিথী আক্তার। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করা শুরু করেন।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাদের দেখা হয়। এসময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে কমল লাল আরও ২/৩ জনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে তার সঙ্গে রাখা ছুরি দিয়ে বিথী আক্তারের পেটে আঘাত করে গুরুতর আহত করেন। আহত বিথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিথী আক্তার মারা যান।

তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় নিহতের মা মোছা. হেলেনা আক্তার বাদী হয়ে কমল লালসহ তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কমল লাল আত্মগোপনে ছিলেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পঞ্চগড়ের বোদা থানার সাকুয়া বাজার ধানহাটি এলাকা থেকে বোদা থানা পুলিশের সহায়তায় কমল লালকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৮:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

রাজধানীর বাড্ডায় স্ত্রীকে হত্যার ঘটনায় পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কমল লাল (ধর্মান্তরিত নাম মো. ইয়াসিন)।

সোমবার (৬ জানুয়ারি) পঞ্চগড়ের বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত বিথী আক্তার গ্রেফতার কমল লালের স্ত্রী। হিন্দু ধর্মাবলম্বী কমল লাল ইসলাম ধর্ম গ্রহণ করে মো. ইয়াসিন নাম ধারণ করে বিথীকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে গত ২৫ আগস্ট কমল লালকে তালাকের নোটিশ পাঠান বিথী আক্তার। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করা শুরু করেন।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাদের দেখা হয়। এসময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে কমল লাল আরও ২/৩ জনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে তার সঙ্গে রাখা ছুরি দিয়ে বিথী আক্তারের পেটে আঘাত করে গুরুতর আহত করেন। আহত বিথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিথী আক্তার মারা যান।

তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় নিহতের মা মোছা. হেলেনা আক্তার বাদী হয়ে কমল লালসহ তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কমল লাল আত্মগোপনে ছিলেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পঞ্চগড়ের বোদা থানার সাকুয়া বাজার ধানহাটি এলাকা থেকে বোদা থানা পুলিশের সহায়তায় কমল লালকে গ্রেফতার করা হয়।