দাবানলের ভয়ংঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন নোরা ফাতেহি

- Update Time : ০৩:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ১১৭ Time View
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল ছড়িয়ে পড়ার সময় সেখানেই অবস্থান করছিলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও আপলোড করেন নোরা। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন, আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমনটা আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে।
নোরা আরও বলেন, পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। এরপর ভারতে ফেরার বিমান ধরব।
নোরা আরও বলেন, পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। এরপর ভারতে ফেরার বিমান ধরব।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে টানা তিন দিন ধরে জ্বলছে ভয়াবহ দাবানল। এ দাবানলের কবলে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য দেশ বিদেশের তারকারা। বাতিল হয়েছে হলিউডের কয়েকটি বড় বড় আয়োজন।