দশমিক ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- Update Time : ০৭:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১৭ Time View
দশমিক ফাউন্ডেশন” এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার ছয়আনী পুকুরপাড়, মারিয়াম ফুড কর্নার রেস্টুরেন্টে রোববার (২৪ নভেম্বর) বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সুযোগ্য নাতী মাহমুদুল সানু, দশমিকের উপদেষ্টা রাশেদ খান মেনন, ট্রাস্ট ইন্টারন্যাশনাল এন্ড এরাবিক স্কুল এর পরিচালক জামির হোসেন, দেহঘড়ি কার্ডিও ক্লাব টাংগাইলের সভাপতি আনিসুজ্জামান আনিস, শরীফুল ইসলাম খান পারভেজ সহ-সভাপতি ১৩ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দশমিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনারুল ইসলাম
এ সময় আরও উপস্থিত ছিলেন দশমিকের সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি তাহরিমা খান প্রভা, সাধারন সম্পাদক তিলোত্তমা খান, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা, সাংগঠনিক সম্পাদক ত্রিজান চৌহান, কোষাধ্যক্ষ মিমি,চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রিয়াসা আক্তার,সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্নিগ্ধা, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিম ভূইয়া, কার্যকারী সদস্য সুইটি, ইয়াসিন এবং সেজঁতি, শান্তা, নূন, পিয়াল, সুদীপা, হাবিবা, পিয়াল ও অন্যান্য সদস্যবৃন্দ।
এক বছরের কার্যক্রমের ভিত্তি করে সংগঠনের কয়েকজনকে সম্মাননা স্মারক তুলে দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন দশমিক ফাউন্ডেশন এর সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নিজেদের টিফিনের টাকা ও হাত খরচের টাকা জমিয়ে বিভিন্ন সময়ে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে থাকে। এ সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় সমাজসেবামূলক বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে মানব কল্যাণে এগিয়ে এসেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বস্তি এলাকায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরের উল্লেখযোগ্য স্থানে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সকলকে সচেতন করা, শীতবস্ত্র, বন্যায় কবলিত মানুষদের সাহায্য করা, ঈদ উপহার, পিঠা উৎসব, মেহেদী উৎসব, ইফতার বিতরণ, একবেলার আহার ইত্যাদি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়। সমাজের সকল স্বেচ্ছাসেবী ভাইবোনদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি দশমিক ফাউন্ডেশন সামনে আরো এগিয়ে যাবে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়