দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ
- Update Time : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১৩ Time View
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ক্যারিবীয়রা। বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩ ওভারে ৪ উইকেটে ১০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। ডিএলএস মেথডে ১১৬ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ২২ বল আর ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
গতকাল মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে দুইবার হানা দেয় বৃষ্টি। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো খেলা শুরু করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাটিং পেয়ে ট্রিস্টিয়ান স্টাবসের ঝড়ে ১৩ ওভারে ১০৮ রান জড়ো করে প্রোটিয়ারা। শেই হোপ, নিকোলাস পুরান, শেমরন হেটমায়ারদের বিস্ফোরণে স্রেফ ৯.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। হোপ ২৪ বলে ৪২, পুরান ১৩ বলে ৩৫ আর হেটমায়ার ১৭ বলে করেন অপরাজিত ৩১ রান।
রান তাড়ায় প্রথম ওভারেই আলিক আথানজেকে হারিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ওই ওটুকুই ধাক্কা। বাকি সময়ে তাদের বিপদে পড়ার কোন অবস্থাই তৈরি হয়নি। হোপ-পুরান মিলে ৫৮ রান যোগ করেন মাত্র ১৯ বলে। ১৩ বলের উপস্থিতিতেই ৪টি ছয় আর ২ চার মারেন বাঁহাতি ব্যাটার। হেটমায়ার উঠেও চালিয়ে নিতে থাকে৷ একই ছন্দ। দক্ষিণ আফ্রিকার বোলারদের অসহায় হয়ে দেখা ছাড়া উপায় ছিলো না।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে অনেকগুলো বল নষ্ট করে আউট হন রেজা হেনড্রিকস। তার ২০ বলে ৯ রানের মন্থর ইনিংস দলের জন্য হয়েছে কাল। আরেক ওপেনার রায়ান রিকেলটন ২৭ রান করলেও লাগিয়ে ফেলেন ২৪ বল। এইডেন মার্করাম থিতু হয়েও টানতে পারেননি (১২ বলে ২০)। ৫ চার, ৩ ছক্কায় ১৫ বলে ৪০ করে দলের রান একা বাড়িয়েছেন স্টাবস৷ তবে রানে ভরা উইকেটে এই রান যে মামুলি ছিলো পরে টের পেয়েছে সফরকারী দল।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়