ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি উপাচার্য পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় তরুণদের আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ডিএমপির ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন এএসআই পলাশ কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে পুলিশে সোপর্দ কুবিতে তিন দপ্তরে ‘বিশৃঙ্খলার’ অভিযোগ গনিত বিভাগের শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত : ড. ইউনূস লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্লট জালিয়াতির ৩ মামলায় প্রধান আসামি রেহানা-ববি-আজমিনা, সহযোগী হাসিনা-টিউলিপ

থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীর ২ স্থানে আগুন, আতশবাজিতে শিশু দগ্ধ

রাজধানী ডেস্ক
  • Update Time : ০৬:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ২২ Time View

বছরের শেষ রাতে রাজধানীর দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরে ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের আবর্জনায় ও ধানমন্ডির একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফানুস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই রাতে আতশবাজির সময় দুই শিশু দগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল-ফারুক। তিনি জানান, মিরপুরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। অন্যদিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাফি আল-ফারুক বলেন, বুধবার রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের আবর্জনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে যে আগুন নিভে গেছে।’

আল-ফারুক আরও বলেন, ‘অন্যদিকে রাত ১২টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফানুসের আগুন থেকে দোকানটিতে আগুন লাগে।’

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানো আর ফানুস উড়িয়েছে নগরবাসী। রাত ১২টা বাজার আগেই আতশবাজি ও ফানুস উড়তে থাকে ঢাকার আকাশে। তাই প্রতিবছরের মতো এ বছরও আগুন লাগার ঘটনা ঘটেছে।

এদিকে আতশবাজি আগুনে দুই শিশু দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ঘটনাগুলোর সুনির্দিষ্ট বিস্তারিত এখনও জানা যায়নি। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে আতশবাজির কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে আতশবাজির কারণে তারা দগ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীর ২ স্থানে আগুন, আতশবাজিতে শিশু দগ্ধ

রাজধানী ডেস্ক
Update Time : ০৬:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বছরের শেষ রাতে রাজধানীর দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরে ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের আবর্জনায় ও ধানমন্ডির একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফানুস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই রাতে আতশবাজির সময় দুই শিশু দগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল-ফারুক। তিনি জানান, মিরপুরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। অন্যদিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাফি আল-ফারুক বলেন, বুধবার রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের আবর্জনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে যে আগুন নিভে গেছে।’

আল-ফারুক আরও বলেন, ‘অন্যদিকে রাত ১২টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফানুসের আগুন থেকে দোকানটিতে আগুন লাগে।’

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানো আর ফানুস উড়িয়েছে নগরবাসী। রাত ১২টা বাজার আগেই আতশবাজি ও ফানুস উড়তে থাকে ঢাকার আকাশে। তাই প্রতিবছরের মতো এ বছরও আগুন লাগার ঘটনা ঘটেছে।

এদিকে আতশবাজি আগুনে দুই শিশু দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ঘটনাগুলোর সুনির্দিষ্ট বিস্তারিত এখনও জানা যায়নি। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে আতশবাজির কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে আতশবাজির কারণে তারা দগ্ধ হয়েছে।