ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৮ Time View

তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা I ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসলেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা। তাও আবার তাদের প্রথম জুটি বেঁধে করা কাজ নিয়ে। নাটকটির নাম ‘ফার্স্ট লাভ’। আর সেই নাটক নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তৌসিফকে প্রশংসায় ভাসালেন নীলা। জানালেন তৌসিফের এক বিশেষ গুণের প্রেমে পড়েছেন এই সুন্দরী।

এ বিষয়ে নীলা বলেন, ‘তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গেছি। এককথায় তিনি অসাধারণ একটা মানুষ। যখন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে মনে হচ্ছিল আর পারছি না, তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলছেন, ‘হ্যাঁ এটা করো, এটা করো, ওটা করো,’ এরপর আমার শট। আচ্ছা ঠিক আছে, নামাজটাও সুন্দরমতো মেইনটেইন করছিলেন। আমার মনে হয়, আসলে এই জিনিসগুলোর প্রেমে এখানে প্রত্যেকেই পড়ে গেছে।’ নীলা আরও বলেন, ‘আসলে বুঝতে পারি না, একটা মানুষ কত রকম বা কীভাবে বা একটা মানুষ কী রকম হতে পারে।

কিন্তু তৌসিফ ভাইয়া, আমি বলব, অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয়, তার যে ডেডিকেশন বা পেশেন্স, সেটার প্রেমে নতুন করে পড়েছি।

নাটক ‘ফার্স্ট লাভ’ প্রসঙ্গে নীলা জানান, এটাই তার প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়। তার কথায়, ‘প্রথম কাজ, ফার্স্ট লিডিং অ্যাক্ট্রেস মনে হচ্ছে, ওয়াও! ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। এখন নায়িকা পুরোপুরি হতে পারছি কিনা, সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে। কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে সবসময় চিন্তাই করতাম, না, করলে নায়িকার ক্যারেক্টার করব আর না হলে কিছু করব না।’

সর্বশেষ দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন, কিন্তু প্রথম কাজ তো, প্রথম। তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন, আপনারা সবাই উইটনেস আমার প্রথম কাজ, ফার্স্ট লাভের।

Please Share This Post in Your Social Media

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

বিনোদন ডেস্ক
Update Time : ০৮:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসলেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা। তাও আবার তাদের প্রথম জুটি বেঁধে করা কাজ নিয়ে। নাটকটির নাম ‘ফার্স্ট লাভ’। আর সেই নাটক নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তৌসিফকে প্রশংসায় ভাসালেন নীলা। জানালেন তৌসিফের এক বিশেষ গুণের প্রেমে পড়েছেন এই সুন্দরী।

এ বিষয়ে নীলা বলেন, ‘তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গেছি। এককথায় তিনি অসাধারণ একটা মানুষ। যখন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে মনে হচ্ছিল আর পারছি না, তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলছেন, ‘হ্যাঁ এটা করো, এটা করো, ওটা করো,’ এরপর আমার শট। আচ্ছা ঠিক আছে, নামাজটাও সুন্দরমতো মেইনটেইন করছিলেন। আমার মনে হয়, আসলে এই জিনিসগুলোর প্রেমে এখানে প্রত্যেকেই পড়ে গেছে।’ নীলা আরও বলেন, ‘আসলে বুঝতে পারি না, একটা মানুষ কত রকম বা কীভাবে বা একটা মানুষ কী রকম হতে পারে।

কিন্তু তৌসিফ ভাইয়া, আমি বলব, অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয়, তার যে ডেডিকেশন বা পেশেন্স, সেটার প্রেমে নতুন করে পড়েছি।

নাটক ‘ফার্স্ট লাভ’ প্রসঙ্গে নীলা জানান, এটাই তার প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়। তার কথায়, ‘প্রথম কাজ, ফার্স্ট লিডিং অ্যাক্ট্রেস মনে হচ্ছে, ওয়াও! ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। এখন নায়িকা পুরোপুরি হতে পারছি কিনা, সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে। কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে সবসময় চিন্তাই করতাম, না, করলে নায়িকার ক্যারেক্টার করব আর না হলে কিছু করব না।’

সর্বশেষ দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন, কিন্তু প্রথম কাজ তো, প্রথম। তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন, আপনারা সবাই উইটনেস আমার প্রথম কাজ, ফার্স্ট লাভের।