ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা

‘তোমার সরলতাই তোমার সম্পদ’ জায়েদ খানকে শাওন

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৪১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ১৪৬ Time View

রোববার ছিল চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন। এদিন অনেকের শুভেচ্ছাই পেয়েছেন আলোচিত-সমালোচিত এই শিল্পী। তবে অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজের শুভেচ্ছা ছিল জায়েদ খানের জন্য অনন্য পাওয়া।

শাওন জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ।’ শুধু তাই নয়, শাওন জায়েদকে সতর্কও করেছেন। বলেছেন, ‘তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’ জায়েদ খান যতটুকু প্রতিভাবান ততটুকু নিয়েই যেন আলোচনা হয়, এজন্য শুভ কামনাও জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

জায়েদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

জায়েদ খানের সঙ্গে শাওন একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতন ভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন মেহের আফরোজ শাওন। সেখানে জায়েদ খানও আমন্ত্রিত ছিলেন। তাদের একটি গ্রুপ ছবিও দেখা যায়।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, কাল জন্মদিন ছিল আমার। অজস্র শুভেচ্ছা পেয়েছি। আমি অভিভ‚ত হয়েছি মানুষের প্রতি আমার ভালোবাসা দেখে। শাওন আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এতে আমি আপ্লুত। তিনি আমাকে স্নেহ করেন, আমিও তাঁকে সম্মান করি। আমি সবার কাছে কৃতজ্ঞ।

 

Please Share This Post in Your Social Media

‘তোমার সরলতাই তোমার সম্পদ’ জায়েদ খানকে শাওন

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১২:৪১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

রোববার ছিল চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন। এদিন অনেকের শুভেচ্ছাই পেয়েছেন আলোচিত-সমালোচিত এই শিল্পী। তবে অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজের শুভেচ্ছা ছিল জায়েদ খানের জন্য অনন্য পাওয়া।

শাওন জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ।’ শুধু তাই নয়, শাওন জায়েদকে সতর্কও করেছেন। বলেছেন, ‘তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’ জায়েদ খান যতটুকু প্রতিভাবান ততটুকু নিয়েই যেন আলোচনা হয়, এজন্য শুভ কামনাও জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

জায়েদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

জায়েদ খানের সঙ্গে শাওন একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতন ভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন মেহের আফরোজ শাওন। সেখানে জায়েদ খানও আমন্ত্রিত ছিলেন। তাদের একটি গ্রুপ ছবিও দেখা যায়।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, কাল জন্মদিন ছিল আমার। অজস্র শুভেচ্ছা পেয়েছি। আমি অভিভ‚ত হয়েছি মানুষের প্রতি আমার ভালোবাসা দেখে। শাওন আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এতে আমি আপ্লুত। তিনি আমাকে স্নেহ করেন, আমিও তাঁকে সম্মান করি। আমি সবার কাছে কৃতজ্ঞ।