ব্রেকিং নিউজঃ
পরিমল কুমার পরাণ -এর কবিতা
তোমার কি ইচ্ছে করে?
নওরোজ সাহিত্য ডেস্ক
- Update Time : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৪৬৮ Time View
তোমার কি বৃষ্টির জলে
স্পর্শ করতে ইচ্ছে করে হাত?
পূর্ণিমার চাঁদ দেখতে ইচ্ছে করে
জেগে থাকতে ইচ্ছে করে সারারাত।
ইচ্ছে কি করে
প্রজাপতি হয়ে ফুলে-ফুলে বসতে
রংধনু হয়ে নীল আকাশ ছুঁতে
কিংবা আকাশ পরী হয়ে
তারায়-তারায় ঘুরতে।
জোনাকি হয়ে মিটিমিটি আলো দিতে
কিংবা পাখিদের মতো ডানামেলে
উড়তে কি ইচ্ছে হয়?
অন্য রকম অনুভূতি কি পাও
কারো ছোঁয়ায়?
ইচ্ছে কি করে
কোন কবি তোমার ছবি আঁকুক
তাঁর কবিতায়!
ছবি – শারমিন আক্তার ঝর্না
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়