তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন
- Update Time : ১২:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৫৬ Time View
ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম আনু মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মত্যু হয় বলে জানিয়েছেন আনোয়ারার ভাই পিন্টু তালুকদার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রয়াত আনোয়ারা বেগমের পরিবারের সদস্যরা বলেন, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন আনোয়ারা। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
শুক্রবার জুমা নামাজের পর ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
কলেজ জীবনেই ছাত্র রাজনীতিতে সক্রিয় তোফায়েল আহমেদ ১৯৬৪ সালে বিএসসি পাস করার বছরেই বিয়ে করেন। ভোলা শহরের আনোয়ারা বেগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাদের একমাত্র সন্তান তাসলিমা আহমেদ জামান মুন্নী পেশায় চিকিৎসক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































