তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা

- Update Time : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ২৪৯ Time View
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন কৃষি অনুষদের চারটি চলমান ব্যাচের শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা যে তিনটি দাবি উত্থাপন করেন সেগুলো হলো:
১. কৃষি অনুষদের শিক্ষার্থীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে পেইড ইন্টার্নশিপ চালু
২. বন্ধ হয়ে যাওয়া SAARC ট্যুর পুনরায় চালু এবং
৩. শ্রেণিকক্ষগুলো আধুনিকায়ন করে এসি ও সাউন্ড সিস্টেম সংযোজন।
শিক্ষার্থীদের দাবি, দেশের কৃষি খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কিছু কৃষি বিশ্ববিদ্যালয়ে পেইড ইন্টার্নশিপ চালু অথবা পরীক্ষামূলক ভাবে শুরু হলেও শেকৃবিতে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের বৈষম্য।
তারা আরও জানান, আগে কৃষি অনুষদের শিক্ষার্থীরা স্নাতক কোর্সের শেষদিকে SAARC দেশগুলোতে শিক্ষা সফরে অংশ নেওয়ার সুযোগ পেতেন। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বন্ধ রয়েছে, যা পুনরায় চালু করা হলে আন্তর্জাতিক কৃষি ব্যবস্থা ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে।
এছাড়া শ্রেণিকক্ষ আধুনিকীকরণ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শ্রেণিকক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা জরুরি।
স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।