ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান আসামী এসআই আকবরের জামিনে মুক্তি মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে ২ মরদেহ উদ্ধার কাকে ভোট দেবেন প্রশ্নে সিদ্ধান্তহীনতায় ৪৮.৫০ শতাংশ ভোটার মোহাম্মদপুরে জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা হত্যা মামলায় সোলায়মান সেলিম রিমান্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়: তারেক রহমান চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু গ্রেপ্তার সাগর-রুনি হত্যা, ১২০ বার পেছাল তদন্ত প্রতিবেদন

তামিমের অবসরের ঘোষণার পর যা বলছে বিসিবি

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ২৪৯ Time View

আকস্মিক সিদ্ধান্তে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে অবসরের ঘোষণা দেন তিনি।

ড্যাশিং এ ওপেনারের এমন সিদ্ধান্তের জন্য মোটেই প্রস্তুত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তামিমকে অবসর না নেয়ার জন্য অনুরোধ করেছিলেন তারা।

জালাল ইউনুস বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও।’

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন তামিম। চোট নিয়েই তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে হারের পরদিনই এল ড্যাশিং ওপেনারের অবসরের ঘোষণা। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তামিম বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’

অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার একটা অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা খুশি লিখবেন।

কিন্তু ক্রিকেটের মধ্যেই থাকবেন, সীমা অতিক্রম করবেন না। আপনারা অবশ্যই বোঝেন, আমরা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলি।’

এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বছরটি তাই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম।

তিনি জানান, ‘যারা ক্রিকেট খেলছে এখন, এটা বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমি আশা করব আপনারা দলের সঙ্গে একজন সদস্যের মতো করেই থাকবেন। আমি অনুরোধ করছি, দলকে সমর্থন দেবেন।’

Please Share This Post in Your Social Media

তামিমের অবসরের ঘোষণার পর যা বলছে বিসিবি

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

আকস্মিক সিদ্ধান্তে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে অবসরের ঘোষণা দেন তিনি।

ড্যাশিং এ ওপেনারের এমন সিদ্ধান্তের জন্য মোটেই প্রস্তুত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তামিমকে অবসর না নেয়ার জন্য অনুরোধ করেছিলেন তারা।

জালাল ইউনুস বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও।’

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন তামিম। চোট নিয়েই তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে হারের পরদিনই এল ড্যাশিং ওপেনারের অবসরের ঘোষণা। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তামিম বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’

অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার একটা অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা খুশি লিখবেন।

কিন্তু ক্রিকেটের মধ্যেই থাকবেন, সীমা অতিক্রম করবেন না। আপনারা অবশ্যই বোঝেন, আমরা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলি।’

এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বছরটি তাই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম।

তিনি জানান, ‘যারা ক্রিকেট খেলছে এখন, এটা বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমি আশা করব আপনারা দলের সঙ্গে একজন সদস্যের মতো করেই থাকবেন। আমি অনুরোধ করছি, দলকে সমর্থন দেবেন।’