বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম
‘তরুণদের সুন্দর সুন্দর কাজগুলো প্রান্তিক পর্যায়ে অব্যাহত রাখতে হবে’

- Update Time : ০৪:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪ Time View
‘সরকার আসলে তরুণদেরকে খুবই গুরুত্ব দেয়। বারবার এই দেশ যখন বিভিন্ন রকমের সমস্যায় পড়ে, সেই ক্ষেত্রে সবসময় আমাদের ছাত্ররা, তরুণরা, যুবরা এগিয়ে আসে। এবং সেই জায়গা থেকে আমাদের পরিত্রাণ দেয়। ঠিক একই ভাবে জুলাই-আগস্টে আমরা দেখেছি ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন দেখেছি। এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা হাঁটছি। তারই অংশ হিসেবে আমরা তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
“আস্থার দিপ্তী-তারুণের মুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম’র আয়োজনে এবং বরগুনা জেলা প্রশাসন ও রূপান্তরের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ” বিষয়ক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যকালে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তরুণরাই শক্তি, যুবরাই শক্তি, এটা আমরা সবসময় বলে থাকি। পৃথিবীর টোটাল একটা জনগোষ্ঠীর মধ্যে এক-তৃয়াংশ তরুণ। তাদের যদি আমরা সমাজ গঠনে বা সমাজ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকায় আনতে পারি, তাহলেই এ সমাজের উন্নয়ন সম্ভব হবে। আর সমাজের উন্নয়ন হলে, রাষ্ট্রের উন্নয়ন হবে। তরুণদের সুন্দর সুন্দর কাজগুলো প্রান্তিক পর্যায়ে অব্যাহত রাখলে জিও এবং এনজিও’র দেয়া ফান্ডগুলোর স্বার্থকতা আসবে।’
“শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ” বিষয়ক আলোচনা সভায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেন কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন অধিদপ্তর’র উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন, বরগুনা প্রেসক্লাব’র সভাপতি অ্যাড. সোহেল হাফিজ। এতে স্বাগত বক্তব্য রাখেন, বরগুনা নাগরিক প্লাটফর্ম’র আহ্বায়ক চিত্ত রঞ্জন শীল। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন, রূপান্ত আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: খলিলুর রহমান।
“শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ” বিষয়ক আলোচনা সভায় জেলার ছয় উপজেলা যুব ফোরাম’র আহ্বায়কবৃন্দদের মধ্যে বরগুনা সদর উপজেলার মোসা: শারমিন, তালতলীর নুসরাত জাহান বৃষ্টি, আমতলীর মো: মাইনুল ইসলাম, বেতাগীর খাইরুল ইসলাম মুন্না, পাথরঘাটার মো: শাকিল আহমেদ ও বামনার জিফাদুল ইসলাম বাপ্পী তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
আলোচনার পূর্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনের মাঠে ছয় উপজেলা থেকে আগত যুব ফোরাম কর্তৃক নিজস্ব তৈরি বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে বসা স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও আমন্ত্রীত অতিথিবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়