ঢাবিতে রুম দখলকে কেন্দ্র করে বারবার সংঘর্ষে জড়াচ্ছে ছাত্রলীগ
- Update Time : ০৯:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৭০ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলে রুম দখলকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ । প্রায় একই সময়ে মারামারিতে জড়ান ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ছাত্রলীগের নেতাকর্মীরাও।
ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা এই সংঘর্ষে লিপ্ত হন। এ সময় তাদের লাঠি, স্টাম্প,রড ইত্যাদি ব্যবহার করতে দেখা গেছে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাবি ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শনিবার(১৮ জুন) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত সূর্যসেন হলের ২০৪ নম্বর কক্ষকে দখল নিয়ে এ ঘটনা ঘটে।
সূর্যসেন হলের শিক্ষার্থীরা জানান, রাত ১২টার পরে হলের ২০৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী মোস্তফা ইকবার হৃদয় ও জাহিদ হাসানের জিনিসপত্র রুম থেকে ফেলে দিয়ে তাদের বের হয়ে যেতে বলেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারীরা।
এদিকে ২০৪ নাম্বার রুমের শিক্ষার্থী মোস্তফা ইকবার হৃদয় ও জাহিদ হাসান ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। পরে আনুমানিক দিবাগত রাত ১টার দিকে সাধারণ সম্পাদকের অনুসারীরা দলবদ্ধ হয়ে এলে শুরু হয় সংঘর্ষ ।
অন্যদিকে, শহীদুল্লাহ হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারীদের নিয়ন্ত্রিত কক্ষ দখল করতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বাধে।
জানা গেছে, সংঘর্ষে দুই হলের অন্তত ১৭ জন আহত হয়েছেন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের রুম দখলের জন্য ছাত্রলীগের এ রকম সংঘর্ষ নতুন কিছু নয়। হলের রুমগুলো মূলত ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন। হল প্রশাসন এ ব্যাপারে নির্বিকার থাকায় প্রায়ই এরকম সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে থাকে।