ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ কোর্স করাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

- Update Time : ০৭:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ৫৮১ Time View
২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক পরিচালিত এই কোর্সের মেয়াদ হবে দেড় বছর। জানা গেছে, প্রতি শুক্র ও শনিবার এ কোর্সের ক্লাস নেওয়া হবে।
১ হাজার ৫০০ টাকা দিয়ে আগামী ২২ জুনের মধ্যে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।
যথাযথভাবে পূরণ করে ৩ কপি আবেদনপত্র জমা দিতে বলা হয়েছ। সাথে লাগবে তিন (৩) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সব পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
এ কোর্স করতে যেসব যোগ্যতা চাওয়া হয়েছে –
১. প্রার্থীর যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে;
২. স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ/সিজিপিএ ২ দশমিক ৫০ থাকতে হবে;
তবে প্রফেশনাল মাস্টার ইন গভর্নেন্স স্ট্যাডিজে ভর্তির জন্য একটি ভর্তি পরীক্ষা নেবে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
আগামী ৭ জুলাই ২০২৩ সকাল সাড়ে ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়