ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে পিআইবিতে সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ৪৮ Time View

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সংগঠনটির উদ্যোগে সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) পর্যন্ত। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহ-সম্পাদকগণ এতে অংশগ্রহণ করেছেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে- বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহ-সম্পাদকদের (সাব-এডিটর) সম্পাদনার মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবহিত করা এবং দক্ষতা বৃদ্ধিতে চর্চা বাড়াতে হাতে-কলমে প্রশিক্ষণ।

উদ্বোধনের দিনে সংবাদ মূল্য ও সংবাদ চেতনা, সংবাদ সম্পাদনার কলা কৌশল ও শিরোনাম লেখাসহ গণমাধ্যমে শব্দ এবং ভাষার ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর কাজী আলিম-উজ-জামান এবং পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধনের দিনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবালসহ কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি মুক্তাদির অনিক বলেন, আমাদের নতুন কমিটি যাত্রার পর পিআইবির সঙ্গে একটি ভালো কাজ শুরু করতে পারায় ভালো লাগছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের সংগঠনটির সদস্য সংখ্যা ২ হাজার। আমাদের প্রত্যাশা, পিআইবি জাতীয় গণমাধ্যমগুলোতে কর্মরত এসব সাব এডিটরকে প্রশিক্ষণ দেওয়ার ধারা অব্যাহত রাখবে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র বিষয়ের তথ্যের পাশাপাশি প্রতিনিয়ত গুজব ছড়িয়ে অপতৎপরতা চালানো হচ্ছে। তাই গণমাধ্যমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাক্ট চেকিং। অন্তর্বর্তী সরকারও বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। গণমাধ্যমে সহ-সম্পাদকরাই প্রতিটি সংবাদের খুঁটিনাটি পরখ করে থাকেন। তাই আমাদের প্রত্যাশা পিআইবি এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে একাধিক কর্মশালার আয়োজন করবে যাতে সহ-সম্পাদকরা বিষয়টির নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।

ডিএসইসির সাধারণ সম্পাদক জাওহার ইকবাল বলেন, আমরা নতুন কমিটি যখন দায়িত্ব নেই, তার পরপরই দেশে একটা নতুন পরিস্থিতি এসেছে। সহ-সম্পাদকরা মাঠের সংবাদ সংগ্রহে না যাওয়ায় এমন পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের জন্য নতুন কর্মসূচি নেওয়া বেশ চ্যালেঞ্জিং। এ অবস্থায় পিআইবির সহায়তায় বরাবরের মতো সহ-সম্পাদকদের উৎকর্ষ বাড়াতে এই কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এজন্য পিআইবিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী নিয়মিতভাবে আমরা সংগঠনের সদস্যদের জন্য এমন প্রশিক্ষণের আয়োজন করতে পারবো।

আগামীকাল সোমবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে থাকছে সাংবাদিকতায় বিভিন্ন পক্ষপাত, সাংবাদিকতার নৈতিকতাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আলোকপাত করবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী।

অন্যদিকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রশিক্ষণের সমাপনী দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম অপতথ্য প্রচার ও ফ্যাক্ট চেকিংসহ সম্পাদনায় জেন্ডার সংবেদনশীলতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, পিআইবির অধ্যয়ণ ও প্রশিক্ষণ (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের পারভীন সুলতানা রাব্বী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদবিতরণ করা হবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে পিআইবিতে সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সংগঠনটির উদ্যোগে সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) পর্যন্ত। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহ-সম্পাদকগণ এতে অংশগ্রহণ করেছেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে- বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহ-সম্পাদকদের (সাব-এডিটর) সম্পাদনার মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবহিত করা এবং দক্ষতা বৃদ্ধিতে চর্চা বাড়াতে হাতে-কলমে প্রশিক্ষণ।

উদ্বোধনের দিনে সংবাদ মূল্য ও সংবাদ চেতনা, সংবাদ সম্পাদনার কলা কৌশল ও শিরোনাম লেখাসহ গণমাধ্যমে শব্দ এবং ভাষার ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর কাজী আলিম-উজ-জামান এবং পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধনের দিনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবালসহ কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি মুক্তাদির অনিক বলেন, আমাদের নতুন কমিটি যাত্রার পর পিআইবির সঙ্গে একটি ভালো কাজ শুরু করতে পারায় ভালো লাগছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের সংগঠনটির সদস্য সংখ্যা ২ হাজার। আমাদের প্রত্যাশা, পিআইবি জাতীয় গণমাধ্যমগুলোতে কর্মরত এসব সাব এডিটরকে প্রশিক্ষণ দেওয়ার ধারা অব্যাহত রাখবে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র বিষয়ের তথ্যের পাশাপাশি প্রতিনিয়ত গুজব ছড়িয়ে অপতৎপরতা চালানো হচ্ছে। তাই গণমাধ্যমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাক্ট চেকিং। অন্তর্বর্তী সরকারও বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। গণমাধ্যমে সহ-সম্পাদকরাই প্রতিটি সংবাদের খুঁটিনাটি পরখ করে থাকেন। তাই আমাদের প্রত্যাশা পিআইবি এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে একাধিক কর্মশালার আয়োজন করবে যাতে সহ-সম্পাদকরা বিষয়টির নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।

ডিএসইসির সাধারণ সম্পাদক জাওহার ইকবাল বলেন, আমরা নতুন কমিটি যখন দায়িত্ব নেই, তার পরপরই দেশে একটা নতুন পরিস্থিতি এসেছে। সহ-সম্পাদকরা মাঠের সংবাদ সংগ্রহে না যাওয়ায় এমন পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের জন্য নতুন কর্মসূচি নেওয়া বেশ চ্যালেঞ্জিং। এ অবস্থায় পিআইবির সহায়তায় বরাবরের মতো সহ-সম্পাদকদের উৎকর্ষ বাড়াতে এই কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এজন্য পিআইবিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী নিয়মিতভাবে আমরা সংগঠনের সদস্যদের জন্য এমন প্রশিক্ষণের আয়োজন করতে পারবো।

আগামীকাল সোমবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে থাকছে সাংবাদিকতায় বিভিন্ন পক্ষপাত, সাংবাদিকতার নৈতিকতাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আলোকপাত করবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী।

অন্যদিকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রশিক্ষণের সমাপনী দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম অপতথ্য প্রচার ও ফ্যাক্ট চেকিংসহ সম্পাদনায় জেন্ডার সংবেদনশীলতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, পিআইবির অধ্যয়ণ ও প্রশিক্ষণ (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের পারভীন সুলতানা রাব্বী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদবিতরণ করা হবে।

নওরোজ/এসএইচ