ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে রিক্সা চালককে ছিনতাইকারী অপবাদ দিয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি আ’লীগের কেউ এনসিপিতে যুক্ত হবার সাহস দেখালে আইনের কাছে সোপর্দ করব বিচারিক সংস্কার এখন নিজেই “সংস্কার” শব্দের প্রতীক হয়ে উঠেছে: প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাৎ  মায়ের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে ২সন্তানের মৃত্যু আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে জনগণের কাছে ফিরে যেতে চাই: সারজিস আলম বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ

ঢাকা রিজেন্সির বসন্ত আয়োজন ‘কালার’স অফ স্প্রিং’

লাইফস্টাইল ডেস্ক
  • Update Time : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৫৪ Time View

বসন্তের আগমনে শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বসন্ত মানেই প্রাণ চঞ্চলতা, প্রকৃতিতে রঙের খেলা।

তাই বসন্ত বরন উদযাপন উপলক্ষে এবং বসন্তের হাওয়ায় সিক্ত হতে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট ও তার বিভিন্ন আউটলেট এ রেখেছে নানান সব আকর্ষণীয় অফার।

ঢাকা রিজেন্সি তার অতিথিদের জন্য অফার করছে বুফে ডিনার এবং বুফে ব্রেকফাস্ট সহ খুবই রিলাক্সিং ডাইন অ্যান্ড স্টে প্যাকেজ শুধুমাত্র ১৩,৫৫৫টাকায় এবং কাপলদের জন্য হ্যাপি স্টে প্যাকেজ ৯৫৫৫ টাকায় (রুম এবং সাথে ব্যুফে ব্রেকফাস্ট)।

বসন্তের ঋতুটি ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট !! এই সময় সূর্যের তাপ যেন আগুন ঝরায়!! এই আগুন ঝরানো বাসন্তী বাতাসে একটু ঠান্ডা হতে ঢাকা রিজেন্সি তার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে তার রুফটপ-এ অবস্থিত পুল সাইডে; যেখানে থাকছে সিঙ্গেল সুইমারদের জন্য সুইমিং করার আকর্ষণীয় অফার, গরম কফি অথবা ফ্রেশ জুস সহ মাত্র ১৯৯৯ টাকা এবং কাপলদের জন্য ২৯৯৯ টাকা!

ঢাকা রিজেন্সির গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে সিলেক্টেড পার্টনারদের সিলেক্টেড কার্ড হোল্ডার এর জন্য একটি ব্যুফের মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করার সুযোগ শুধুমাত্র ৪৯৯৯ টাকা !

এছাড়া যারা বারবিকিউ অথবা সিফুড ভালোবাসেন তাদের জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন এ “বারবিকিউ ফিয়েস্তা”!!

সাথে বসন্ত বরণে স্পা সার্ভিসে দিচ্ছে ২০ % ডিসকাউন্ট , জিমে আছে ৫০ % ডিসকাউন্ট !

 

Please Share This Post in Your Social Media

ঢাকা রিজেন্সির বসন্ত আয়োজন ‘কালার’স অফ স্প্রিং’

লাইফস্টাইল ডেস্ক
Update Time : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

বসন্তের আগমনে শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বসন্ত মানেই প্রাণ চঞ্চলতা, প্রকৃতিতে রঙের খেলা।

তাই বসন্ত বরন উদযাপন উপলক্ষে এবং বসন্তের হাওয়ায় সিক্ত হতে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট ও তার বিভিন্ন আউটলেট এ রেখেছে নানান সব আকর্ষণীয় অফার।

ঢাকা রিজেন্সি তার অতিথিদের জন্য অফার করছে বুফে ডিনার এবং বুফে ব্রেকফাস্ট সহ খুবই রিলাক্সিং ডাইন অ্যান্ড স্টে প্যাকেজ শুধুমাত্র ১৩,৫৫৫টাকায় এবং কাপলদের জন্য হ্যাপি স্টে প্যাকেজ ৯৫৫৫ টাকায় (রুম এবং সাথে ব্যুফে ব্রেকফাস্ট)।

বসন্তের ঋতুটি ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট !! এই সময় সূর্যের তাপ যেন আগুন ঝরায়!! এই আগুন ঝরানো বাসন্তী বাতাসে একটু ঠান্ডা হতে ঢাকা রিজেন্সি তার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে তার রুফটপ-এ অবস্থিত পুল সাইডে; যেখানে থাকছে সিঙ্গেল সুইমারদের জন্য সুইমিং করার আকর্ষণীয় অফার, গরম কফি অথবা ফ্রেশ জুস সহ মাত্র ১৯৯৯ টাকা এবং কাপলদের জন্য ২৯৯৯ টাকা!

ঢাকা রিজেন্সির গ্রান্ডিওস রেস্টুরেন্ট অফার করছে সিলেক্টেড পার্টনারদের সিলেক্টেড কার্ড হোল্ডার এর জন্য একটি ব্যুফের মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করার সুযোগ শুধুমাত্র ৪৯৯৯ টাকা !

এছাড়া যারা বারবিকিউ অথবা সিফুড ভালোবাসেন তাদের জন্য আছে রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন এ “বারবিকিউ ফিয়েস্তা”!!

সাথে বসন্ত বরণে স্পা সার্ভিসে দিচ্ছে ২০ % ডিসকাউন্ট , জিমে আছে ৫০ % ডিসকাউন্ট !