ঢাকা রিজেন্সিতে শুরু হলো “হিলশা ফেস্ট”

- Update Time : ০৩:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১৫ Time View
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভোজন রসিকদের আহ্বান জানাচ্ছে স্বাদে ভরপুর জমকালো “হিলশা ফেস্ট”-এ, যা আয়োজন করা হয়েছে হোটেলের জনপ্রিয় রেস্টুরেন্ট আউটলেটগুলোতে।
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কেন্দ্র করে সাজানো হয়েছে পাঁচটি অভিনব ও রুচিসম্মত প্ল্যাটার, যেখানে মিলবে ঐতিহ্যের সুবাস ও আধুনিক পরিবেশনার সৌন্দর্য।
ইলিশ খিচুড়ি, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ফ্রাই এবং দই ইলিশ যা মাত্র ১৭৯৯ টাকা থেকে শুরু !!! এছাড়াও ৪ জনের জন্য ঢাকা রিজেন্সি অফার করছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ !!
অতিথিরা উপভোগ করতে পারবেন তাজা ইলিশের স্বাদ, যা রান্না করা হয়েছে আসল দেশি মসলার ঘ্রাণে এবং পরিবেশন করা হয়েছে মনোমুগ্ধকর অলংকরণে। প্রতিটি প্ল্যাটারই একেকটি রন্ধন শৈলীর শিল্পকর্ম, যেখানে ফুটে উঠেছে বাংলাদেশি রান্নার সমৃদ্ধ ঐতিহ্যও আধুনিক ছোঁয়া।
ঢাকা রিজেন্সির উষ্ণ ও আমন্ত্রন মুখর পরিবেশে বন্ধু, পরিবার বা সহকর্মীদের সাথে উপভোগ করার জন্য “হিলশা ফেস্ট” এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সীমিত সময়ের এই উৎসব সবার জন্য নিয়ে এসেছে মৌসুমের সবচেয়ে লোভনীয় ইলিশের স্বাদ।