ঢাকা রিজেন্সিতে চলছে ‘বিজয় উল্লাস’, থাকছে আকর্ষণীয় অফার
- Update Time : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২৩ Time View
মহান বিজয় দিবসের আনন্দ ও দেশপ্রেমের আবহে পরিবার-পরিজনের সঙ্গে উদযাপনকে আরও রঙিন করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ আয়োজন ‘ঢাকা রিজেন্সি বিজয় উল্লাস’। বিজয় উল্লাস অফারের আওতায় অতিথিরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে বিশেষ বুফে ডিনার অফার ‘ডাইন থ্রি এট প্রাইস অফ ওয়ান’ মাত্র ৮ হাজার ৩৩৩ টাকায়।

আকর্ষণীয় রুম প্যাকেজ, সিলেক্টেড আউটলেটে বিশেষ মূল্যছাড়, যেমন, স্পা তে ২৫ শতাংশ ডিসকাউন্ট, পিজ্জা বা বার্গারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার, কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ ডিসকাউন্টসহ আরও নানান উপহার ও চমক থাকছে। সাজসজ্জা, সঙ্গীত ও উষ্ণ আতিথেয়তায় ঢাকা রিজেন্সি বিজয়ের আনন্দকে ছড়িয়ে দিতে প্রস্তুত।
অন্যদিকে, শিশুদের সৃজনশীলতা বিকাশে ১৪ ডিসেম্বর আয়োজন করা হয়েছে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’ যেখানে ছোট্ট শিল্পীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবে দেশ, মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা।
ঢাকা রিজেন্সির কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন বিজয়ের আনন্দ উদযাপন করা হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপণ করা হবে।
উৎসবের স্বাদ, শিশুদের রঙিন কল্পনা আর বিজয়ের আনন্দ- সবকিছু মিলিয়ে ঢাকা রিজেন্সির ‘বিজয় উল্লাস’ ও ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’ হতে যাচ্ছে এক অনন্য উৎসব আয়োজন।
বিস্তারিত জানতে কল করুন 8801713332661 নম্বরে অথবা ভিজিট করুন https://www.facebook.com/share/17DehLVRNj/















































































































































































