ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা

- Update Time : ০৮:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ২৩৪ Time View
ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের (ডিজেএ) ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন। শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর ধোলাইপাড়ের একটি রেস্টুরেন্টে ইফতার ও আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি মো. জহিরুল আলম পিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, ঢাকা সাংবাদিক পরিবার ও বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, কদমতলী থানা আওয়ামীলীগের সভাপতি মো. নাসির মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আওলাদ হোসেন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের চোখ। তাদের মাধ্যমেই সবাই সমাজের সব কিছু জানতে পারে এবং দেখতে পারে। তার বক্তব্যে বিভ্রান্তিমূলক সাংবাদিকতা থেকে বিরত থাকতে উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।
তিনি বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি বলেই এখানকার মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়েছে। এখন সবার সহযোগিতা চাই এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার জন্য। আর আমার নির্বাচনী ওয়াদাগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এছাড়া ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ের বিষয়ে জমি নির্ধারণ করা হলে তা ব্যবস্থা করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ড. আওলাদ হোসেন।