ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য কত?

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ৬১ Time View

রাহাত ফাতেহ আলী খান মানবিক শিল্পী হিসেবেও পরিচিত। তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের পাশে দাঁড়ানোর। সহায়তায় চ্যারিটি শোটির শিরোনাম ‘ইকোস অব রেভ্যুলেশন’। এ কনসার্টটির আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’। এ কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক।

আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সোমবার (৯ ডিসেম্বর) রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে। রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ,র‌্যাপ সংগীতশিল্পী সেজান,হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

এর আগে গত ২৯ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আহত ও নিহত পরিবারদের সাহায্যার্থে বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত। কনসার্ট থেকে টিকিট বিক্রির আয় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

ঢাকায় রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য কত?

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

রাহাত ফাতেহ আলী খান মানবিক শিল্পী হিসেবেও পরিচিত। তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের পাশে দাঁড়ানোর। সহায়তায় চ্যারিটি শোটির শিরোনাম ‘ইকোস অব রেভ্যুলেশন’। এ কনসার্টটির আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’। এ কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক।

আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সোমবার (৯ ডিসেম্বর) রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে। রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ,র‌্যাপ সংগীতশিল্পী সেজান,হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

এর আগে গত ২৯ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আহত ও নিহত পরিবারদের সাহায্যার্থে বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত। কনসার্ট থেকে টিকিট বিক্রির আয় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।