ঢাকাই ছবিতে অভিনয় করতে পারবেন সায়ন্তিকা

- Update Time : ০৬:০০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ২৫৭ Time View
শিগগিরই ঢাকাই চলচ্চিত্রে পা রাখতে চলেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে এই নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে।
এবার সিনেমায় কাজ করার অনুমতি পেলেন সায়ন্তিকা। জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে।
সেখানে উল্লেখ রয়েছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম। পুরোপুরি বাণিজ্যিক ধারায় ‘ছায়াবাজ’ সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় এখনও বাংলাদেশে আসতে পারেননি নায়িকা।
ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে সায়ন্তিকার সঙ্গে চুক্তি হয়ে গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়