ডেঙ্গু আক্রান্ত অভিনেত্রী শাহনূর

- Update Time : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৫৫৫ Time View
অভিনেত্রী শাহনূর সম্প্রতি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা। সোমবার চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তার উপসর্গ দেখেই জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করান। রক্ত পরীক্ষার পরে ২৪ ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।
আর এ দিন সন্ধ্যায় অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমে এ তথ্য জানান। শাহনূর এখন বাসাতেই রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা চলছে। শরীরে প্রচণ্ড জ্বর অসুস্থ শরীর নিয়েই শাহনূর বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি।
সবাই দোয়া করবেন।’ দুই দশক আগে অভিনয় শুরু করেন শাহনূর। তার পুরো নাম সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই পরিচিত তিনি। চলচ্চিত্রে অভিনয় এছাড়াও তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক।