ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে আরো ৪৯ রোগী

- Update Time : ০৭:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১১৭ Time View
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২৭৬ জন।
রবিবার (২০ এপ্রিল ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০৫ জন এবং মারা গেছে ৪ জন।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। যার মধ্যে ঢাকায় ৪৩ জন, বাকি ৯৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন এবং মার্চে ৩৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে জানুয়ারিতে ১০ জন ও ফেব্রুয়ারিতে ৩ জন মারা গেছে।