ডেঙ্গুতে আক্রান্ত আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

- Update Time : ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৮৫ Time View
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইসলামি এই আলোচকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই ডা.নিয়ামতুল্লাহ ও তার শিশু কন্যা।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর ভেরিফাই ফেসবুক পেইজে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই।
তিনি জানিয়েছেন, ‘আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর ডেংগু পজেটিভ। শারীরিক অবস্থা ভীষণ নাজুক হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে’।
‘শারিরীক অবস্থা ক্ষনে ক্ষনেই পরিবর্তিত হচ্ছে। প্রেশার ফল করে যাওয়া ডেংগুর এখনকার সময়ে এক আতংকের নাম। সবার কাছে তার শিশু কন্যাসহ দ্রুত আরোগ্য এবং পরিস্থিতির উন্নতির জন্য দুয়া চাচ্ছি’।
‘আগামীকালের জুমাসহ এ সপ্তাহের সকল মাহফিল ক্যান্সেল করা হলো। ইনশাআল্লাহ সুস্থতার খবরের আপডেট আমরা আপনাদের জানিয়ে দিব। আল্লাহ যেনো সকল অসুস্থদের আরোগ্য দান করে’।