ডিসেম্বরের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে শীত
- Update Time : ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮ Time View
শীত নামার গতি ঠিকই বোঝা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়া জোরেশোরে বইছে, সকালে কনকনে ঠান্ডা আর দুপুরে ম্লান রোদ মিলেমিশে স্বাভাবিক জীবনে টান ধরিয়ে দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীত আরও চাপ বাড়াবে। তখন শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।
উত্তর ও পশ্চিমের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর এবং রাজশাহীর ওপরই এই চাপ সবচেয়ে বেশি পড়বে।
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বেশ দূরেই অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় আছে, তবে বাংলাদেশের জন্য সরাসরি কোনো ঝুঁকি নেই। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বাতাসের গতিবেগ কেন্দ্রের কাছে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলছেন, বছরের বাকি সময়ে দেশের উপকূলে আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা নেই। ডিসেম্বরের সমুদ্র তাপমাত্রা ঘূর্ণিঝড়ের পক্ষে অনুকূল নয়। বরং বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় কৃষকদের জন্য এটি স্বস্তির খবর– আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ শীতকালীন শস্যের রোপণ ইতোমধ্যেই গতি পেয়েছে, আরও জোরদার হবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের চিত্র আগের মতোই তীব্র। সকালে কনকনে ঠান্ডায় রাস্তা ফাঁকা থাকে, বেলা বাড়লে রোদের একটু উষ্ণতা মিললেও শীতে তেমন কাটতি নেই। গতকাল রোববার জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আগের দিনের তুলনায় সামান্য কম।
নীলফামারীর সৈয়দপুরে কুয়াশা এতটাই ঘন, উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। সকালে সব ফ্লাইট কমবেশি আধা ঘণ্টা দেরিতে ওঠানামা করেছে। যাত্রীদের অনেকে গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় পৌঁছাতে না পেরে বিমানবন্দরে বসে থাকতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আকাশ পরিষ্কার হলেই ফ্লাইট স্বাভাবিক হবে, আপাতত বাতিলের কোনো সিদ্ধান্ত নেই।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহই হবে এ মৌসুমের সবচেয়ে ঠান্ডা সময়। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে দেশের বড় অংশ কাঁপবে। উত্তরাঞ্চলে শীতের প্রভাব থাকবে আরও তীক্ষ্ণ, যা মানুষের দৈনন্দিন জীবন, পরিবহন এবং কৃষিকাজ সবখানেই অনুভূত হবে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































