সভাপতি-শরিফ : সম্পাদক-তারিক
ঠাকুরগাঁও পৌর বিএনপির নতুন কমিটি গঠন
- Update Time : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৮১৯ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। রোববার বিকেলে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা বিএনপির সহ সভাপতি ও সম্মেলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মো:শরিফুল ইসলাম শরিফ,মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্ধিত সভায় কাউন্সিলগণের মতামতের ভিত্তিতে মো: শরিফুল ইসলাম শরিফকে সভাপতি ও মো: তারিক আদনানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। পরবর্তিতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান সম্মেলণের আহবায়ক।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা,কর্মী ও সমর্থকবৃন্দ।