ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

ট্রাম্প প্রশাসনে মনোনীতদের ওপর হামলার হুমকি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ৯০ Time View

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রশাসনের একাধিক ব্যক্তির বিরুদ্ধে বোমা হামলা ও ‘স্বোয়াটিং’ এর মতো হুমকির অভিযোগ উঠেছে। বুধবার ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেভিট জানান, গত মঙ্গলবার গভীর রাত থেকে গত বুধবার সকাল পর্যন্ত এসব হুমকি এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করেছে। স্বোয়াটিং বলতে বোঝায়, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে এমন একটি পরিস্থিতিতে পাঠানো যেখানে সশস্ত্র প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। কাউকে হয়রানি করা বা ভয় দেখানোর নতুন কৌশল হিসেবে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের জন্য জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে মনোনীত রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ও পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে মনোনীত লি জেলডিন পৃথক বিবৃতিতে জানিয়েছেন, তারা বোমা হামলার হুমকি পেয়েছেন।

স্টেফানিক বলেছেন, তিন বছর বয়সী সন্তানসহ তিনি ও তার স্বামী ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কের বাড়ি ফিরছিলেন। তখন তাদের বাড়িতে হামলা করার হুমকির বিষয়টি জানতে পারেন। জেলডিন বলেন, ‘আমার বাড়িতে পাইপ বোমা হুমকির সঙ্গে একটি ফিলিস্তিনপন্থি বার্তা যুক্ত ছিল। আমরা তখন বাড়িতে ছিলাম না। এখন আমরা নিরাপদ আছি।’

গত বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত পিট হেগসেথ জানিয়েছেন, তার পরিবারকে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, আমাদের বাড়িতে বুধবার সকালে পুলিশ এসেছিল। আমার সাত সন্তান তখনও ঘুমিয়ে ছিল। আমাকে ও আমার পরিবারকে লক্ষ্য করে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সদস্যরা জানান। আমরা সবাই এখন নিরাপদ আছি। এখন আমরা ঝুঁকিমুক্ত।

এফবিআই মুখপাত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের মনোনীতদের ওপর আসা হুমকি নিয়ে তারা অবগত। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তারা এ বিষয়ে কাজ করছে। ফ্লোরিডায় সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গায়েটজের পরিবারের এক সদস্যের বাড়িও হুমকির লক্ষ্যবস্তু হয়। যৌন হয়রানির অভিযোগের মুখে ২১ নভেম্বর ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল পদে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন গায়েটজ।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ট্রাম্প প্রশাসনে মনোনীতদের ওপর হামলার হুমকি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রশাসনের একাধিক ব্যক্তির বিরুদ্ধে বোমা হামলা ও ‘স্বোয়াটিং’ এর মতো হুমকির অভিযোগ উঠেছে। বুধবার ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেভিট জানান, গত মঙ্গলবার গভীর রাত থেকে গত বুধবার সকাল পর্যন্ত এসব হুমকি এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করেছে। স্বোয়াটিং বলতে বোঝায়, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে এমন একটি পরিস্থিতিতে পাঠানো যেখানে সশস্ত্র প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। কাউকে হয়রানি করা বা ভয় দেখানোর নতুন কৌশল হিসেবে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের জন্য জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে মনোনীত রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ও পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে মনোনীত লি জেলডিন পৃথক বিবৃতিতে জানিয়েছেন, তারা বোমা হামলার হুমকি পেয়েছেন।

স্টেফানিক বলেছেন, তিন বছর বয়সী সন্তানসহ তিনি ও তার স্বামী ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কের বাড়ি ফিরছিলেন। তখন তাদের বাড়িতে হামলা করার হুমকির বিষয়টি জানতে পারেন। জেলডিন বলেন, ‘আমার বাড়িতে পাইপ বোমা হুমকির সঙ্গে একটি ফিলিস্তিনপন্থি বার্তা যুক্ত ছিল। আমরা তখন বাড়িতে ছিলাম না। এখন আমরা নিরাপদ আছি।’

গত বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত পিট হেগসেথ জানিয়েছেন, তার পরিবারকে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, আমাদের বাড়িতে বুধবার সকালে পুলিশ এসেছিল। আমার সাত সন্তান তখনও ঘুমিয়ে ছিল। আমাকে ও আমার পরিবারকে লক্ষ্য করে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সদস্যরা জানান। আমরা সবাই এখন নিরাপদ আছি। এখন আমরা ঝুঁকিমুক্ত।

এফবিআই মুখপাত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের মনোনীতদের ওপর আসা হুমকি নিয়ে তারা অবগত। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তারা এ বিষয়ে কাজ করছে। ফ্লোরিডায় সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গায়েটজের পরিবারের এক সদস্যের বাড়িও হুমকির লক্ষ্যবস্তু হয়। যৌন হয়রানির অভিযোগের মুখে ২১ নভেম্বর ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল পদে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন গায়েটজ।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন।