ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন চ্যাম্পিয়নরা
- Update Time : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১১ Time View
নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল। দেশের ফুটবলকে নতুন স্বপ্ন দেখানো এই মেয়েরা ট্রফি নিয়ে পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদেরকে বরণের জন্য অপেক্ষা করছে ছাদখোলা বাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাফ শিরোপাজয়ীদের ফ্লাইট ঢাকায় অবতরণ করে বেলা ২ টা ১৫ মিনিটে।
নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নদের বরণের জন্য প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদখোলা বাস। বিমানবন্দরের বাইরে সাবিনা-ঋতুপর্ণাদের একনজর দেখতে রয়েছে উৎসুক জনতাও। এছাড়াও রয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাসটি বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে। বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়