ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পুলিশের সাথে রোহিঙ্গা কিশোরী উধাও নোয়াখালীতে দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় বাংলাদেশের চমক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৫:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ Time View

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের দল ঘোষণায় চমক রেখেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

দল ঘোষণায় বিসিবি এবার ভিন্ন প্রক্রিয়া বেছে নিয়েছে। যেখানে দেখা যায়, দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা ও তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন প্রবাসী বাঙালিরা। এবারের নতুন এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। পরে সংবাদ সম্মেলনে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন এর ব্যাখ্যাও দিয়েছেন।

মিরপুরে দল ঘোষণার পর বাশার বলেন, আমাদের এবারের বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটে কিন্তু খুব বড় শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখনই প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।

৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় বাংলাদেশের চমক

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৫:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের দল ঘোষণায় চমক রেখেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

দল ঘোষণায় বিসিবি এবার ভিন্ন প্রক্রিয়া বেছে নিয়েছে। যেখানে দেখা যায়, দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা ও তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন প্রবাসী বাঙালিরা। এবারের নতুন এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। পরে সংবাদ সম্মেলনে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন এর ব্যাখ্যাও দিয়েছেন।

মিরপুরে দল ঘোষণার পর বাশার বলেন, আমাদের এবারের বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটে কিন্তু খুব বড় শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখনই প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।

৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

নওরোজ/এসএইচ