ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

টিজারে ফিরলেন বব মার্লে

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১৭২ Time View

প্রকাশ পেয়েছে বব মার্লের বায়োপিকের টিজার ট্রেলার। প্রায় তিন মিনিটের টিজারটি মুগ্ধ করেছে বব মার্লের ভক্তদের।

যেন মার্লে ফিরে এসেছেন ভক্তদের মাঝে! বব মার্লের বায়োপিকের নাম ‘বব মার্লে: ওয়ান লাভ’। নির্মাণ করেছেন ‘কিং রিচার্ড’ নির্মাতা রেইনাল্ডো মারকাস গ্রিন। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে টিজারটি।

বায়োপিকে মার্লের জীবন এবং সংগ্রাম ফুটিয়ে তোলা হবে। শুধু তাই নয়, ১৯৭৬ সালে মার্লেকে হত্যা চেষ্টার ঘটনাও তুলে ধরা হবে ছবিতে।

১৯৭৬ সালে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। গুলি এসে বব মার্লের বুকে ও হাতে লাগে। তিনি বেঁচে গেলেও মাথায় গুলি লেগে মৃত্যু হয় তার স্ত্রী রিটার।

টিজারের শুরুটা হয় কনসার্ট দিয়ে। পেছন থেকে মার্লেকে দেখা যায় মঞ্চে উঠতে। অপেক্ষায় হাজারও দর্শক।

জ্যামাইকায় গান শুরু করে তিনি কীভাবে গ্লোবাল সেনসেশন হয়ে উঠেছেন সেই যাত্রার ঝলক দেখা গেছে টিজারে। বব মার্লের বায়োপিক নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে।

ছবিতে গানের আধিক্য থাকবে তা সবার জানা। সেজন্যই ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই।

এই ছবিতে বব মার্লের চরিত্রে অভিনয় করেছেন কিংসলে বেন-আদির। তিনি সম্প্রতি ডিজনি প্লাসের সিরিজ ‘মার্ভেলস সিক্রেট ইনভ্যাশন’-এ অভিনয় করেছেন।

নিখুঁত সাজসজ্জায় কিংসলে হয়ে উঠেছেন মার্লে। রিটা মার্লের চরিত্রে অভিনয় করেছেন লাশানা লিঞ্চ।

বব মার্লের বায়োপিকের শুটিং হয়েছে জ্যামাইকা ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে। ছবিটি আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

টিজারে ফিরলেন বব মার্লে

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১০:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

প্রকাশ পেয়েছে বব মার্লের বায়োপিকের টিজার ট্রেলার। প্রায় তিন মিনিটের টিজারটি মুগ্ধ করেছে বব মার্লের ভক্তদের।

যেন মার্লে ফিরে এসেছেন ভক্তদের মাঝে! বব মার্লের বায়োপিকের নাম ‘বব মার্লে: ওয়ান লাভ’। নির্মাণ করেছেন ‘কিং রিচার্ড’ নির্মাতা রেইনাল্ডো মারকাস গ্রিন। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে টিজারটি।

বায়োপিকে মার্লের জীবন এবং সংগ্রাম ফুটিয়ে তোলা হবে। শুধু তাই নয়, ১৯৭৬ সালে মার্লেকে হত্যা চেষ্টার ঘটনাও তুলে ধরা হবে ছবিতে।

১৯৭৬ সালে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। গুলি এসে বব মার্লের বুকে ও হাতে লাগে। তিনি বেঁচে গেলেও মাথায় গুলি লেগে মৃত্যু হয় তার স্ত্রী রিটার।

টিজারের শুরুটা হয় কনসার্ট দিয়ে। পেছন থেকে মার্লেকে দেখা যায় মঞ্চে উঠতে। অপেক্ষায় হাজারও দর্শক।

জ্যামাইকায় গান শুরু করে তিনি কীভাবে গ্লোবাল সেনসেশন হয়ে উঠেছেন সেই যাত্রার ঝলক দেখা গেছে টিজারে। বব মার্লের বায়োপিক নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে।

ছবিতে গানের আধিক্য থাকবে তা সবার জানা। সেজন্যই ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই।

এই ছবিতে বব মার্লের চরিত্রে অভিনয় করেছেন কিংসলে বেন-আদির। তিনি সম্প্রতি ডিজনি প্লাসের সিরিজ ‘মার্ভেলস সিক্রেট ইনভ্যাশন’-এ অভিনয় করেছেন।

নিখুঁত সাজসজ্জায় কিংসলে হয়ে উঠেছেন মার্লে। রিটা মার্লের চরিত্রে অভিনয় করেছেন লাশানা লিঞ্চ।

বব মার্লের বায়োপিকের শুটিং হয়েছে জ্যামাইকা ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে। ছবিটি আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।