টাঙ্গাইলে ভোজ্যতেলের গুনগতমান নিশ্চিতকরণে কর্মশালা

- Update Time : ০৩:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৪৩ Time View
ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় বুধবার (১৫ জানুয়ারি ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক সুলতান আলম।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিত করতে খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধ করা প্রয়োজন।
ড্রামে ভোজ্যতেল বাজারজাত করণ বন্ধে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জানা যায়,শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের ৩১ জুলাই খোলা তেল এবং ৩১ ডিসেম্বর থেকে পাম তেল বন্ধ করার জন্য একটি নিবাহী আদেশ জারি করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মো, আব্দুল্লাহ আল মামুন, সিভিল সাজন ডা. মিনহাজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক মো,আবু জুবায়ের উজ্জল প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়