টাঙ্গাইলে পুলিশ সুপারের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
- Update Time : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ২৯ Time View
সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান” এই শ্লোগানে টাঙ্গাইল জেলার সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজনে টাঙ্গাইল পুলিশ লাইনস্ এর মাল্টিপারপাস শেডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টাঙ্গাইল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ।
হিন্দু ধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড়, জেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি আব্দুল্লাহ মামুন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেদরা, টাঙ্গাইল জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু’সহ আরো অনেকে।
সমাবেশে জেলা পুলিশের উদ্ধর্তন কর্তকর্তা, বিভিন্ন ধর্মের নের্তৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে শহরের হেলিপ্যাড চত্বর থেকে একটি সম্প্রীতি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে এসে শেষ হয়। সম্প্রীতি র্যালিতে পুলিশের উদ্ধর্তন কর্তকর্তা, বিভিন্ন ধর্মের নের্তৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
টাঙ্গাইল জেলার সকল মতের, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ‘সৌহার্দ্য এবং সম্প্রীতির’ সহাবস্থানের বার্তা পৌঁছে দেয়ার অভিপ্রায়ে জেলা পুলিশ টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়