ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
- Update Time : ০৪:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ৩১ Time View
টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নয় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীশ্রী কালীবাড়ী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বড় কালীবাড়ীর সভাপতি সুভাস চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীব কুমার গুণ ঝন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও নানা বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে শ্রীশ্রী বড় কালীবাড়ী প্রাঙ্গণে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়।
নানা বয়সী নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন। আগামী বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।