টাকার লোভ দেখিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ
- Update Time : ০১:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১১৫ Time View
মাগুরার মহম্মদপুরে টাকার লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাট বছরের বৃদ্ধ বীরেন বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ছাত্রী একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে।
রোববার দুপুরে উপজেলার বাবুখালি ইউনিয়নের চরসেলামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বীরেন বিশ্বাস ওই গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে। এ বিষয়ে ধর্ষিতার পিতা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে স্কুল ছুটি হলে ওই ছাত্রী বাড়িতে ফিরছিল। রাস্তায় বীরেন বিশ্বাসের সঙ্গে দেখা হলে তিনি টাকার লোভ দেখিয়ে ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার দুই দিন পরে ওই শিশু মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারকে জানিয়ে দেয়। পরে ধর্ষিতার পিতা বাদী হয়ে বীরেন বিশ্বাসকে আসামি করে মহম্মদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান জানান, এ বিষয়ে বীরেন বিশ্বাসের নামে একটি মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই মেয়েকে মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়