ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লোহাগাড়ায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত দম্পতি আটক শাহজাহান চৌধুরীর সাথে স্বাক্ষাৎ করলেন বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর জুলি ভারবার্গ রংপুরে ৫টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা টাঙ্গাইল শহরের প্রবেশ দ্বারে ময়লার ভাগার, দূর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলারা সবচাইতে ভালো থাকবে পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলি ফেলে পালাল সন্ত্রাসী রিফিউজি জীবন চাই না, নিজভূমিতে ফিরতে চাই উখিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নিজ দলের লোকই বিএনপির কাছে নিরাপদ নয় – ফজলুল করিম বেরোবি শিক্ষক মাহামুদুল হকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

টম হল্যান্ডের সঙ্গে বাগদান, আংটি দেখিয়ে ভাইরাল জেনডায়া

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ১১০ Time View

চমৎকার লুকে জেনডায়া ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হাজির হয়েছেন। সেখানে তার হাতে দেখা যায় একটি ডায়মন্ডের আংটি। সেই ছবি প্রকাশ হতেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেইসঙ্গে তুমুল গতিতে ছড়িয়েছে তার বাগদানের গুঞ্জন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ‌‘চ্যালেঞ্জার্স’ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন ছিলেন জেনডায়া।

পুরস্কারের আশায় ৫ জানুয়ারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তার লুই ভিটন গাউন নজর কেড়েছে সবার। তবে তার বাম হাতের আংটিটি ছিল আলোচনার কেন্দ্রে।

জেনডায়ার হাতে পরা আংটি দেখে অনেকেই সন্দেহ করতে শুরু করেন যে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক এবং স্পাইডার ম্যান তারকা টম হল্যান্ডের সঙ্গে বাগদান সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আংটি নিয়ে মুখরোচক সব আলোচনা সৃষ্টি হয়। তারকার ভক্তরা আংটির আকার এবং ঝলমলে আলো দেখে প্রশ্ন করতে থাকেন, এটি কি সত্যিই বাগদানের আংটি?

একজন ভক্ত এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই জেনডায়া ও টমকে বাগদানের জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা বাগদানের আংটি নয়। তবে জেনডায়া এবং টম তাদের সম্পর্ক লুকিয়ে রাখতে পছন্দ করেন।’ আরেকজন বলেন, ‘এটা তো স্পষ্ট যে আংটি এবং নেকলেসের ডিজাইন একসাথে মিলছে…’

এখনও পর্যন্ত জেনডায়া এবং টম এই গুঞ্জন সম্পর্কে কিছু বলেননি। তবে সম্প্রতি টম হল্যান্ড মজা করে এক সাক্ষাৎকারে বলেন, ‘সবাই এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে। আমরা এক রুমে একসাথে থাকি। আরও অনেককিছু। আমি এতে ভাবছি না।’

Please Share This Post in Your Social Media

টম হল্যান্ডের সঙ্গে বাগদান, আংটি দেখিয়ে ভাইরাল জেনডায়া

বিনোদন ডেস্ক
Update Time : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চমৎকার লুকে জেনডায়া ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হাজির হয়েছেন। সেখানে তার হাতে দেখা যায় একটি ডায়মন্ডের আংটি। সেই ছবি প্রকাশ হতেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেইসঙ্গে তুমুল গতিতে ছড়িয়েছে তার বাগদানের গুঞ্জন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ‌‘চ্যালেঞ্জার্স’ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন ছিলেন জেনডায়া।

পুরস্কারের আশায় ৫ জানুয়ারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তার লুই ভিটন গাউন নজর কেড়েছে সবার। তবে তার বাম হাতের আংটিটি ছিল আলোচনার কেন্দ্রে।

জেনডায়ার হাতে পরা আংটি দেখে অনেকেই সন্দেহ করতে শুরু করেন যে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক এবং স্পাইডার ম্যান তারকা টম হল্যান্ডের সঙ্গে বাগদান সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আংটি নিয়ে মুখরোচক সব আলোচনা সৃষ্টি হয়। তারকার ভক্তরা আংটির আকার এবং ঝলমলে আলো দেখে প্রশ্ন করতে থাকেন, এটি কি সত্যিই বাগদানের আংটি?

একজন ভক্ত এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই জেনডায়া ও টমকে বাগদানের জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা বাগদানের আংটি নয়। তবে জেনডায়া এবং টম তাদের সম্পর্ক লুকিয়ে রাখতে পছন্দ করেন।’ আরেকজন বলেন, ‘এটা তো স্পষ্ট যে আংটি এবং নেকলেসের ডিজাইন একসাথে মিলছে…’

এখনও পর্যন্ত জেনডায়া এবং টম এই গুঞ্জন সম্পর্কে কিছু বলেননি। তবে সম্প্রতি টম হল্যান্ড মজা করে এক সাক্ষাৎকারে বলেন, ‘সবাই এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে। আমরা এক রুমে একসাথে থাকি। আরও অনেককিছু। আমি এতে ভাবছি না।’