টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ
- Update Time : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ৪৫ Time View
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৭নং ওয়ার্ডের মরকুন তিস্তা গেইট এলাকায় মো. জুয়েল (২৭) নামে টঙ্গী কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে জীবননাশের আশঙ্কায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার তিন যুবক মো. মেহেদী হাসান আরিফ (২৮), মো. হিমেল (২০) ও মো. আরিফ (২৬) পূর্ব পরিকল্পিতভাবে জুয়েলকে মরকুন তিস্তা গেইট এলাকায় কথা বলার নাম করে ডেকে নেয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর সামান্য বিষয় নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনজন একত্র হয়ে তাকে অকথ্য গালিগালাজ করতে থাকে এবং ধারালো দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে এলোপাথাড়ি মারধর চালায়।
এতে জুয়েলের শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা ও রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। হামলার পুরো ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত মেহেদী হাসান আরিফ টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। অপরদিকে অভিযুক্ত হিমেলও টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় জুয়েলকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা সুযোগ পেলে পুনরায় হত্যাচেষ্টা চালাবে বলেও হুমকি দিয়েছে।
এ বিষয়ে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ দাবি করেন, ঘটনাস্থলে আমি ছিলাম, তবে আমাকে জড়ানো হচ্ছে। বিষয়টি আমার সঙ্গে সম্পর্কিত নয়। কলেজের আহ্বায়ক সদস্য হিমেলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে হাতাহাতি হয়। অভিযোগকারী নেশাগ্রস্ত এবং মাদক কারবারি।
মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন,ঘটনাটি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি ওহিদুজ্জামান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































