টঙ্গীর তুরাগ নদীর তীরে উচ্ছেদ অভিযান
- Update Time : ০১:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১১২ Time View
টঙ্গীর তুরাগ তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ সময় নদের জায়গা দখলের দায়ে স্থানীয় নোমান গ্রুপের জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড নামক কারখানার বেশকিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এ অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এতে সহযোগিতা করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, জাবের অ্যান্ড জুবায়ের কারখানাটি তুরাগ নদের প্রায় ২ হাজার ১০০মিটার জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে। আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। নদের জায়গা যে বা যারা দখল করে স্থাপনা তৈরি করেছেন তাদের উচ্ছেদ করা হবে। উচ্ছেদকৃত স্থানে ওয়াকওয়ে তৈরি করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আমিরুজ্জামান চৌধুরী বলেন, স্থাপনা ভাঙার বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। উচ্ছেদ অভিযানের বিষয়ে আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ সকালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কারখানার স্থাপনা উচ্ছেদ শুরু করলে বিষয়টি আমরা জানতে পারি।