টঙ্গীতে হত্যার উদ্দেশ্যে দুই যুবককে কুপিয়ে জখম
- Update Time : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৯৫ Time View
গাজীপুর টঙ্গীতে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সালাম ও সবুজ নামে দুই যুবককে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় সোমবার (১৩ই নভেম্বর) ভুক্তভোগী সালাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামের এক জনকে সোমবার রাতে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
দায়ের করা অভিযোগে অভিযুক্তরা হলেন, শান্ত (২২), জাহিদ (২৫), জাহিদ (ছোট জাহিদ) (২৩), রাজীব (২৪), স্বাধীন (২৩), রায়হান হাওলাদার ওরফে সোহেল (২৮) ।
ভুক্তভোগী সালাম জানান, অভিযুক্তদের সাথে আমাদের সামান্য মনমালিন্য ছিলো। সেই জের ধরে আমাদের হত্যার উদ্দেশ্যে রাজধানীর উত্তরা থেকে পিছু করতে থাকে তারা। তবে আমরা যানবাহনে থাকায় তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। যানবাহন থেকে নেমে বাসায় যাওয়ার উদ্দেশ্যে এরশাদ নগর এলাকার ৩ নং ব্লকের বড়বাজারে অটোরিক্সার জন্য অপেক্ষমান থাকা অবস্থায় অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায় । এ সময় তাদের হাতে সুইস গিয়ার, চাইনিজ চাপাতি সহ বিভিন্ন ধারালো অস্ত্র ছিলো এগুলো দিয়ে তারা আমাদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে । আমাদের ডাক চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার মুস্তাফিজুর রহমান জানান, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে
জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় হত্যা, মাদক, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।