ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড মাদক বিরোধে যুবক খুন, অভিযানে মিললো ৯ কোটি টাকার মাদক নারায়ণগঞ্জে ধর্ষণ-হত্যা মামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬

টঙ্গীতে সরকারি ড্রেন বন্ধ করে ফ্ল্যাট ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৮:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৩১৮ Time View

গাজীপুরের টঙ্গীতে শত বছরের পয়ঃনিষ্কাশন ড্রেন বন্ধ করে ফ্ল্যাট ব্যবসা করার উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেনের উপর মাটি দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছেন নামধারী জামায়াত নেতারা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গী পশ্চিম থানা এলাকার পয়ঃনিষ্কাশনের পানি আরসিসি ড্রেনের মাধ্যমে তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ভিতর দিয়ে বিশাল বড় ড্রেনের মাধ্যমে তুরাগ নদীতে ময়লা পানি ফেলে দেওয়া হতো। তবে, কিছু অসাধু ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থে কালভার্ট বসিয়ে প্রায় ড্রেন বন্ধ করে রাতের আঁধারে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছেন।

এতে ময়লা পানি যাওয়ায় বিঘ্ন ঘটছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পশ্চিম থানা এলাকার খাঁ-পাড়া সুর তরঙ্গ রোড কলেজ রোড মোক্তাবাড়ী রোড রাস্তা ও প্রতিটি অলিগলির রাস্তায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে।

রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চরম স্বাস্থ্যঝুঁকি ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

কয়েকজন রিকশাওয়ালার সঙ্গে কথা বলে জানা যায়, আগে বৃষ্টি হলে রাস্তায় পানি জমলে অল্প কিছুক্ষণের মধ্যে চলে যেত, কিন্তু এখন যাচ্ছে না। তাতে আমাদের রিকশার ইঞ্জিনের ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, শত বছরের পুরোনো ড্রেন কিছু নামধারী জামায়াত নেতা দাবি করা ফ্ল্যাট ব্যবসায়ী কালভার্ট দিয়ে ড্রেন বন্ধ করে রাস্তা নির্মাণ করছেন। এতে টঙ্গী পশ্চিম থানা এলাকার খাঁ-পাড়া, সাতাইশ, গাজীপুরা, তিলেরগাতি, মুক্তারবাড়ি, কলেজ গেটসহ বিভিন্ন জায়গায় হাঁটুসমান পানি জমে আছে। ড্রেন বন্ধ করায় পানি যেতে পারছে না। রাস্তার পাশে বিভিন্ন দোকানে পানি ঢুকে যাওয়া দোকানদার কষ্টে আছেন অনেক ছোট ছোট দোকানদার।

জানা মতে, এ বিষয় নিয়ে গাজীপুরের কয়েকজন বিএনপি নেতা ও এলাকাবাসীদের সঙ্গে জামায়াত নেতাদের আলোচনা হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

কথা হয় বিএনপি নেতা মো. হাতেম খান মাস্টারের সঙ্গে।

তিনি জানান, এই শত বছরের পুরোনো ড্রেন দিয়ে টঙ্গী পশ্চিম থানা এলাকার সব শাখা ড্রেনের পানি এই বড় ড্রেন দিয়ে তুরাগ নদীতে নামানো হয়। এটি বন্ধ হয়ে গেলে আগামী বর্ষায় স্থানীয়দের বসতঘর ও আঙিনায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে করে জনদুর্ভোগ বাড়বে। মুষ্টিমেয় কয়েকজন ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থে এ ড্রেন বন্ধ করার পাঁয়তারা করছেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও ফ্ল্যাট ব্যবসায়ী মো. ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, সিটি করপোরেশনের ড্রেন আপনারা বন্ধ করতে পারেন কি না।

জবাবে তিনি বলেন, আমাদের মালিকানার জায়গা দিয়ে ৪টি ওয়ার্ডের ময়লা পানি প্রবাহিত হয়। ড্রেন করার সময় আমাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। ৫৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.শেখ মোহাম্মদ আলেক বলেন অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে তা না হলে ভবিষ্যতে ওয়ার্ডবাসীর অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে সরকারি ড্রেন বন্ধ করে ফ্ল্যাট ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৮:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

গাজীপুরের টঙ্গীতে শত বছরের পয়ঃনিষ্কাশন ড্রেন বন্ধ করে ফ্ল্যাট ব্যবসা করার উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেনের উপর মাটি দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছেন নামধারী জামায়াত নেতারা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গী পশ্চিম থানা এলাকার পয়ঃনিষ্কাশনের পানি আরসিসি ড্রেনের মাধ্যমে তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ভিতর দিয়ে বিশাল বড় ড্রেনের মাধ্যমে তুরাগ নদীতে ময়লা পানি ফেলে দেওয়া হতো। তবে, কিছু অসাধু ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থে কালভার্ট বসিয়ে প্রায় ড্রেন বন্ধ করে রাতের আঁধারে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছেন।

এতে ময়লা পানি যাওয়ায় বিঘ্ন ঘটছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পশ্চিম থানা এলাকার খাঁ-পাড়া সুর তরঙ্গ রোড কলেজ রোড মোক্তাবাড়ী রোড রাস্তা ও প্রতিটি অলিগলির রাস্তায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে।

রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চরম স্বাস্থ্যঝুঁকি ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

কয়েকজন রিকশাওয়ালার সঙ্গে কথা বলে জানা যায়, আগে বৃষ্টি হলে রাস্তায় পানি জমলে অল্প কিছুক্ষণের মধ্যে চলে যেত, কিন্তু এখন যাচ্ছে না। তাতে আমাদের রিকশার ইঞ্জিনের ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, শত বছরের পুরোনো ড্রেন কিছু নামধারী জামায়াত নেতা দাবি করা ফ্ল্যাট ব্যবসায়ী কালভার্ট দিয়ে ড্রেন বন্ধ করে রাস্তা নির্মাণ করছেন। এতে টঙ্গী পশ্চিম থানা এলাকার খাঁ-পাড়া, সাতাইশ, গাজীপুরা, তিলেরগাতি, মুক্তারবাড়ি, কলেজ গেটসহ বিভিন্ন জায়গায় হাঁটুসমান পানি জমে আছে। ড্রেন বন্ধ করায় পানি যেতে পারছে না। রাস্তার পাশে বিভিন্ন দোকানে পানি ঢুকে যাওয়া দোকানদার কষ্টে আছেন অনেক ছোট ছোট দোকানদার।

জানা মতে, এ বিষয় নিয়ে গাজীপুরের কয়েকজন বিএনপি নেতা ও এলাকাবাসীদের সঙ্গে জামায়াত নেতাদের আলোচনা হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

কথা হয় বিএনপি নেতা মো. হাতেম খান মাস্টারের সঙ্গে।

তিনি জানান, এই শত বছরের পুরোনো ড্রেন দিয়ে টঙ্গী পশ্চিম থানা এলাকার সব শাখা ড্রেনের পানি এই বড় ড্রেন দিয়ে তুরাগ নদীতে নামানো হয়। এটি বন্ধ হয়ে গেলে আগামী বর্ষায় স্থানীয়দের বসতঘর ও আঙিনায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে করে জনদুর্ভোগ বাড়বে। মুষ্টিমেয় কয়েকজন ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থে এ ড্রেন বন্ধ করার পাঁয়তারা করছেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও ফ্ল্যাট ব্যবসায়ী মো. ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, সিটি করপোরেশনের ড্রেন আপনারা বন্ধ করতে পারেন কি না।

জবাবে তিনি বলেন, আমাদের মালিকানার জায়গা দিয়ে ৪টি ওয়ার্ডের ময়লা পানি প্রবাহিত হয়। ড্রেন করার সময় আমাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। ৫৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.শেখ মোহাম্মদ আলেক বলেন অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে তা না হলে ভবিষ্যতে ওয়ার্ডবাসীর অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।