টঙ্গীতে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

- Update Time : ০৯:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ৫০৭ Time View
শিল্প নগরী টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা আক্তার আশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে সংযুক্ত ছিলেন গাজীপুর দুই আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, সহ সভাপতি শিরিন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহিদা কাদেরসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।