টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

- Update Time : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৬১ Time View
সমর্পণ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক করিমের বিচার ও অর্থ আদায়ের দাবীতে টঙ্গীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) টঙ্গী সিটি প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বিনিয়োগকারী গিয়াস উদ্দিন ও ওয়ালিউল হাসানতসহ তার পরিবার।
সংবাদ সম্মেলনে ওয়ালিউল হাসানত লিখিত বক্তব্যে বলেন, সমর্পণ প্রপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক জমি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয় ব্যবসার বিনিয়োগে মুনাফার কথা বলে প্রতারণা করে আসছে। বিনিয়োগকৃত অর্থ ও ন্যয্য লভ্যাংশ ফেরত না দিয়ে চেক জালিয়াতি, প্রতারনা ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হুমকি দিয়ে আসছে।
২০১৯ সালে মোবারক পাওনাদারদের কোটি কোটি টাকা না দিয়ে গোপনে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পালিয়ে যায় এবং সেখানে গিয়ে সহযোগীদের দ্বারা গোপনে ব্যবসা পরিচালনা করে। এরপর বাংলাদেশে এসে সন্ত্রাসী বাহিনী দ্বারা পুনরায় ব্যবসা শুরু করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গত ২৬শে এপ্রিল ২০২৪ বিকেল ৫টায় মোবারক বিনিয়োগকারী গিয়াস উদ্দিনের ৮২ লাখ ৫৩ হাজার টাকা পাওনার বিষয়ে আলোচনায় বসার কথা থাকলেও কৌশলে পালিয়ে যায় এবং গিয়াস উদ্দিনের বাসায় ওই দিন রাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়। মোবারক ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে বিভিন্ন বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিনিয়োগকারীদের মানহানী করার উদ্দেশ্যে একটি মানববন্ধন করেন। অপপ্রচার চালানোর অভিযোগে ২৯ এপ্রিল বিনিযোগকারী গিয়াস উদ্দিন টঙ্গী পূর্ব থানায় মোবারকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মোবারক যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী বিনিয়োগকারীরা।
এ বিষয়ে সমর্পণ প্রপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক অভিযুক্ত মোবারক করিম বলেন, ব্যবসায়ীক লোকসানের কারনে আমি প্রায় দেউলিয়া হয়ে গেছি। তবুও পাওনাদারদের টাকা পরিশোধ করতে আমি দেশে এসেছি। তাদের সাথে আমার কিছু লেনদেন চলমান আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়