টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত, তিন যাত্রী আহত

- Update Time : ০৫:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৯৫ Time View
গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক শাহিন মিয়া (৪৫) গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের নন্দিবাড়ি এলাকার মৃত বদিউল আলম বেপারীর ছেলে। আহতদের নাম জানা যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে নন্দিবাড়ি থেকে টঙ্গী স্টেশন রোড যাওয়ার পথে নীমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিলাস পরিবহনের সিলেটগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় চালকসহ চারজন আহত হন। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চালকসহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই চালক শাহিন মারা যান। গুরুতর আরেকজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
নিহত শাহিনের মামাতো ভাই মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ফুফাতো ভাই নিহত অটোচালক শাহিন পরিবার নিয়ে গাজীপুরের ৪২ নম্বর ওয়ার্ডে নন্দিবাড়ি বসোবাস করতেন। মৃত শাহিনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ঘটনাস্থল টঙ্গী পূর্ব ও পূবাইল থানার মধ্যবর্তী হওয়ায় দুই থানার ওসি যথাক্রমে মুহম্মদ ফরিদুল ইসলাম ও আমিরুল ইসলাম এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়