টঙ্গীতে ট্রেড ইউনিয়নের অ্যাডভোকেসি সভা
- Update Time : ১১:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২৮ Time View
তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে গাজীপুরের টঙ্গী এলাকায় এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গাজীপুরে রয়েল কিং রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় যুব ও নারী ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ স্থানীয় শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন বিলস এর কেন্দ্রীয় কর্মকর্তা পুলক রঞ্জন ধর, সাংস্কৃতিক কর্মী শেকানুল ইসলাম শাহী, আসম জাকারিয়া, লিলিমা, সখিনা আক্তার , শাহজাহান সিরাজ, শরীফ, হাসনা আলম, জিয়ারুল হক, কাউসার, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি প্রমুখ।প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন বিলস উপ-পরিচালক মোঃ ইউসুফ আল-মামুন।
সভায় বক্তারা বলেন, সবুজায়ন কেবল শিল্পের টেকসই ভবিষ্যৎই নিশ্চিত করে না, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা ও উৎপাদনশীলতাও বাড়ায়। এ ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন, মালিকপক্ষ ও স্থানীয় কমিউনিটির সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
পুলক রঞ্জন ধর বলেন সবুজায়নের পথে তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে হলে নীতিগত প্রতিশ্রুতির পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তবায়ন জরুরি। শ্রমিকদের প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে বিনিয়োগ বাড়াতে হবে। এতে শিল্প যেমন টেকসই হবে, তেমনি শ্রমিকের মর্যাদাও প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের শক্তিশালী ভূমিকা ও কমিউনিটির সচেতনতা একসঙ্গে কাজ করলে পরিবেশ সুরক্ষা ও শ্রমিক অধিকার দুটিই সমানভাবে রক্ষা পাবে।মোঃ ইউসুফ আল-মামুন বলেন নারী ও যুব শ্রমিকরা তৈরি পোশাক শিল্পের চালিকাশক্তি।
সবুজায়ন উদ্যোগে তাদের কণ্ঠ ও অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা এই তিনটি স্তম্ভকে সামনে রেখেই সবুজ রূপান্তর ঘটাতে হবে।
তিনি যোগ করেন, কমিউনিটি-ভিত্তিক সংলাপ ও অ্যাডভোকেসি সভা শ্রমিকদের দাবি তুলে ধরার কার্যকর মাধ্যম। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিল্পে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
সভায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, শ্রমিক স্বাস্থ্য ও নিরাপত্তা এবং সামাজিক সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এ কর্মসূচিতে কানাডার সিএফএলআই/এফসিআইএল-এর সহযোগিতা






























































































































































































