টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

- Update Time : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৪১ Time View
গাজীপুরের টঙ্গীতে গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার রাতের টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাপাতি, রামদা,ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন কাজীবাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা মৃত শাহাদাৎ হোসেন সাদুর ছেলে দিপু সরকার (৩৪) ও টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরার পূর্বকোনাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৮)।
তারা দুজনেই বিএনপি নেতা হিসেবে পরিচিত এবং টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত মামলার ২ ও ৯ নম্বর আসামি।
প্রত্যক্ষদর্শীদের মতে, টঙ্গীর স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ভেতরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকাল থেকে এই দ্বন্দ্ব রূপ নেয় খোলামেলা সংঘর্ষে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী এবং ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষের সময় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়ে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন,কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়