টঙ্গীতে জাবের এন্ড জোবায়ের এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- Update Time : ০৬:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ৬২৮ Time View
‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, ‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষ রোপন, চারা বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান।
সোমবার দুপুরে টঙ্গীর পাগার এলাকায় প্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
র্যালিতে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড এর নির্বাহী পরিচালক রাশেদ মোশারফ ও জেনারেল ম্যানেজার কায়েস কাওসারসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
কায়েস কাওসার বলেন, সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ অবস্থানে পরিবেশ রক্ষা করা এখন একান্ত জরুরী। এসময় প্লাস্টিক ব্যবহার ও দূষণ রোধে সকলকে আরো সচেতন হওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানোর আহবান জানান।