ব্রেকিং নিউজঃ
ঝিনাইদহের আরাপপুরে ইবি শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলা

মোঃ হাছান, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিনিধি
- Update Time : ০৭:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১০৫ Time View
ঝিনাইদহ জেলার আরাপপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থী ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় এলাকাবাসীর দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কিছু দুর্বৃত্ত তাকে বিরোধী পক্ষের সদস্য মনে করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত শিক্ষার্থীর নাম মুশিউর রহমান। তিনি ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের আবাসিক ছাত্র। তার স্থায়ী ঠিকানা রংপুরে।